ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনে নিজের ঘরে মা ও মেয়েকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে নর্থ লন্ডনের গল্ডার্স গ্রীনের একটি বাড়ি থেকে পুলিশ ডাকা হয়। পুলিশ সেখানে গিয়ে ৬৬ বছর বয়সী মা এবং ৩৩ বছর বয়সী মেয়েকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষনা করা হয়।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে শনিবার বিকেল ২টার দিকে গল্ডার্সহীল পার্ক এলাকা থেকে ২৭ বছর বয়সী এক পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
Mum and daughter killed in London
A man has been arrested on suspicion of murder after a mother and daughter were found stabbed to death in their home.
The women, aged 66 and 33, were pronounced dead at a property in Golders Green, north London, on Friday night.
The victims’ next-of-kin have been informed.
The Met said it had arrested a 27-year-old man shortly before 14:00 BST after he was spotted in Golders Hill Park.
Det Insp Ian Lott said: “This was a devastating attack on two women in their home.”
Emergency services were called to the house in Golders Green Crescent at 20:50 BST on Friday.