East London acid attack: John Tomlin Charged : নিউহ্যামের এসিড হামলাকারী নিজেই পুলিশে ধরা দিলেন

ব্রিটবাংলা রিপোর্ট : নিউহ্যামে এসিড হামলার অভিযোগে জন টনলিনকে অভিযুক্ত করেছে পুলিশ। এর আগে রোববার শ্বেতাঙ্গ এই ব্যক্তি নিজেই পুলিশে ধরা দেন। ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৪ বছর বয়সের জন টমলিনকে গত ২১শে জুন নিউহ্যামে এসিড হামলায় অভিযুক্ত করে পুলিশ।

সংশ্লিষ্ট অন্যান্য সংবাদ

Petition for Ban the purchase of Acid to those without a licence : অবৈধ এসিড ক্রয় বিক্রয় বন্ধ করতে স্বাক্ষর করুন

East London acid attack: Image of suspect released : শ্বেতাঙ্গ লোকটি সন্দেহভাজন এসিড হামলাকারী

এই শ্বেতাঙ্গ পুরুষের এসিডে জ্বলে গেছে ম্যানচেস্টার মেট্রপলিটন ইউনিভার্সিটি ছাত্রি এবং মডেল রেশাম খান এবং তার কাজিন জামিল মোক্তারের মুখমন্ডল।

হামলার আগে দুই কাজিন মিলে রেশাম খানের ২১তম জন্মদিন সেলিব্রেট করছিলেন। তারা গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন।
নিউহ্যামের একটি ট্রাফিক লাইটে অপেক্ষার সময় রেশাম খানের মুখে এসিড ছুঁড়ে মারে হামলাকারী। এরপর ঘুরে গাড়ির অপর পাশে এসে ৩৭ বছর বয়সী জামিলের মুখে এবং ঘাড়ে এসিড নিক্ষেপ করে সন্দেহভাজন হামলাকারী। তখন তাদের গাড়ির জানালা খুলা ছিল। তারা দুজনই হাসপাতালে চিকিত্সাধীন আছেন। জামিলের অবস্থা বেশ গুরুতর।
এই হামলার পর পরই সন্দেহভাজন হামলাকারী হিসাবে জন টমলিনের ছবি প্রকাশ করেছিল পুলিশ।

Please Click below the link for English

East London acid attack: John Tomlin arrested

 

Advertisement