inspired mind ” উদ্যোগে ওল্ডহ্যাম শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত অনুষ্ঠিত

১৬ ই ডিসেম্বর রবিবার বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মৃতি র প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে inspired mind ” ওল্ডহ্যাম শহীদ মিনারে আয়োজন করে সমবেত কন্ঠে জাতীয় সংগীত।

 

প্রবাসে এই প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজনে ওল্ডহ্যাম ও ম্যানচেস্টারের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতাকর্মী রা বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অংশগ্রহণ করেন।

সবার হাতে বাংলাদেশের লাল সবুজের পতাকা,চোখে মুখে বিজয়ের হাসি আর সবার কন্ঠে একই সুর” আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি “এ যেন প্রবাসে একটুকরো বাংলাদেশ। যে জাতীয় সংগীতের জন্য ত্রিশ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছিলেন প্রবাসের মাটীতে সেই জাতীয় সংগীত প্রাণ ভরে গাইতে পেরে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
inspired mind এর কো-র্ডিনেটর মুকিত চৌধুরী সিতুর সভাপতিত্বে ও অন্যতম সদস্য নুরুল ইসলাম সোহাগের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক আব্দুল মালিক, কমিউনিটি নেতা মুজাহিদ খান, সাংস্কৃতিক কর্মী জাওয়ায়েদ ইকবাল মজুমদার, নাজমা ইয়াসমিন, সালেহ উদ্দিন তালুকদার সুমন, মাহবুবুর রহমান, ইয়াহিয়া কোরেশী, আকিকুর রহমান রাজন, আমিনুল হক ওয়েস, সাদিকুর রহমান, লিয়াকত মিয়া, মুস্তাকিম চৌধুরী, ফয়েজুল হক জুয়েল প্রমুখ। বক্তারা বলেন গতানুগতিকতার বাহিরে inspired mind এর এই আয়োজন সত্যি প্রশংসার দাবী রাখে। প্রথম বারের মতো এ আয়োজন ইতিহাসে অম্লান হয়ে থাকবে, এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মকে আমাদের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন আরো বেশি বেশি হওয়া প্রয়োজন ।

Advertisement