London fire: firefighters tackle flames in Rainham and Canary Wharf : লন্ডনের আকাশে ধোঁয়ার কুন্ডলী

ব্রিটবাংলা রিপোর্ট : লন্ডনের আকাশে পৃথক দুটি বড় ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে সোমবার। কয়েক দূর থেকে দেখা গেছে এসব ধোঁয়ার কুন্ডলী। তবে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়েছে ফায়ার ফাইটাররা। এরমধ্যে একটি ছিল ইস্ট লন্ডনের কেনেরিওয়ার্ফের কাছে আইল অফ ডগে। অপরটি ছিল রেইনহ্যামে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ইস্ট লন্ডনের রেইনহ্যামে ফেরি লেইনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ৬টি, ৬টি কার এবং ৪০ ফুট লম্বা একটি ফর্ক লিফটে আগুনের ছুঁয়া লাগে। ৬টি ফায়ার ইঞ্জিন নিয়ে প্রায় ৩০ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে ইস্ট লন্ডনের কেনারিওয়ার্ফের কাছে আইল অব ডগসে অপর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুপুর প্রায় ২টার দিকে ব্ল্যাকওয়েল এলাকার প্রেস্টনস রোডে (মিলওয়াল ডকের প্রবেশমুখে) নির্মানাধীন একটি ৩ তলা ভবনে আগুন লাগে। প্রায় ১ মাইল দূর থেকে ধোঁয়ার কুন্ডলি দেখা যায়। ২১ জন ফায়ার ফাইটার আগুন নিয়ন্ত্রনে আনার চেস্টা করেন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। দুটি অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

London fire: firefighters tackle flames in Rainham and Canary Wharf

Thick black plumes of smoke could be seen for miles across the capital as separate fires raged at a scrapyard in east London and in Canary Wharf.

The first blaze was caused when more than twelve vehicles caught fire in a car storage yard in Rainham.

Crews were then also called to the scene of a second fire in the Canary Wharf area. The two fires broke out within an hour of each other.

 

Plumes of smoke could be seen across the capital, as workers took to social media to post pictures of both scenes on Monday afternoon.

 

Six fire engines and 30 firefighters were called to the flames in Rainham just before just before 1.30pm. Crews were called to reports of cars alight in Ferry Lane.

 

A London Fire Brigade spokesman said: “Six lorries, six cars and one 40 foot fork lift truck is alight.

“The Brigade was called at 1.21pm. Fire crews from Wennington and surrounding fire stations are at the scene.

 

The cause of the fires are not yet known.

After the second blaze broke out in Canary Wharf, social media users posted dramatic images as smoke billows into the air.

Witnesses said the area, a building site in Preston’s Road, was evacuated while firefighters battled the flames.

The brigade said crews were at the scene, which is 10 miles away from the scrapyard fire, by about 2pm. #Source#ES#

Advertisement