প্রতিবারের মতো এবারও মুসলমানমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এর নামাজ বা ঈদ জামাত অনুষ্ঠিত হবে পরিবেশ বান্ধব পূর্ব লন্ডনের মাইল এণ্ড স্টেডিয়ামের ফুটবল গ্রাউন্ডে ৷
গত১১ বছর যাবত বিলেতে দেশের মতন খোলামাটে ঈদ আমেজ নিয়ে আসার কমিউনিটির প্রত্যাশার প্রতি গুরুত্বারোপ করে এর প্রধান উদ্যোক্তা কাউন্সিলার আবদাল উল্যা ও তার টিম কাজ করে যাচ্ছে ৷
যদি আবহাওয়া অনুকুলে থাকে এবং চাঁদ দেখা
সাপক্ষে,বৃহত্তম এই জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায় ৷
জামাতে ইমামতি করবেন দারুল উম্মা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল প্রখ্যাত আলেম মুফতী আব্দুর রহমান মাদানী ৷
তিনি পবিত্র মক্কাশরীফ থেকে এক ভিডিও বার্তায় এটি সফলের জন্য আহ্বান জানিয়েছেন৷
প্রতিবারের মতন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল লজিষ্টিক সার্পোট প্রদান করছে।
সহযোগীতায় রয়েছে, চ্যারেটি সংস্হ্যা ইসলামীক রিলিফ ও রেড কোর্ট কমিউনিটি ফোরাম।
এছাড়া নিরাপত্তা কার্যক্রমে পুলিশের সহযোগীতার পাশাপাশি জে ফর সিকিউরিটি ঐদিন দায়িত্ব পালন করবে।
ঈদ ইন দ্যা পাৰ্ক স্ট্রিয়ারিং কমিটির পক্ষে, বৃহতম এই জামাতে শরীক হওয়ার জন্য আহবান জানান ৷
এছাড়া যেহেতু সপ্তাহের বন্ধের দিনে ঈদ হচ্ছেনা তাই গাড়ী পার্কি এর অপ্রতুলতার কথা বিবেচনা করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা ৷
বিস্তারিত জানতে ট্রিয়ারিং কমিটির:
আখলাকুর রহমান 07950 935394
সাথে যোগাযোগ করা যাবে৷