অনিবার্য কারণ বশত পূর্ব নির্ধারিত তারিখ ৩১ জুলাইর পরিবর্তে ১৪ আগস্ট সোমবার ক্রীড়া উৎসব বার্মিংহাম’১৭ অনুষ্টিত হবে !
বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকের আয়োজনে দ্বিতীয়বারের মতো পুরোনো দিনের খেলাধুলা ও সংস্কৃতি কর্মকান্ড সম্বলিত “ক্রীড়া উৎসব-বার্মিংহাম’১৭
মুলত বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতিক কর্মকান্ডের অংশ অতীতের অবলুপ্ত-প্রায় ও ক্রমশ বিলুপ্ত হাডুডু,মোরগের লড়াই,সুই-সুতা দৌড়,বিস্কুট দৌড়,মার্বেল দৌড়,চেয়ার দৌড়,দড়ি ফাল,লুডু,দৌড়,কানামাছি সহ ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সংস্কৃতিক কর্মকান্ডের পুনঃ প্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণের উদ্দেশ্যে আয়োজিত ৷
যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ করতে পারবেন ৷
যুক্তরাজ্যে সবচেয়ে বৃহৎ এমন ক্রীড়া উৎসব এ দেশে প্রথমবারের সফলতার পর এবারও আবহমান বাংলার ঐতিহ্য,ভরপুর নানা ধরণের দেশীয় ফুর্তি-আমোদ ও বিনোদনের এমন আয়োজন ৷
দিনব্যাপী এই উৎসবে সকল বাংলাদেশিদের স্বপরিবারে উপস্থিতি ও অংশ গ্রহণের আহবান করা হচ্ছে ৷
গত বারের ন্যায় উৎসবে সবার জন্য উন্মুক্ত এবং প্রতিটা খেলা ফ্রি এন্ট্রি ৷
শুধু মাত্র ফুটবলে ১২ টি দল (এন্ট্রি ফি ত্রিশ পাউন্ড )এবং দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের জন্য ২৪ টি দল (এন্ট্রি ফি পঁচিশ পাউন্ড) দিয়ে টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে পারবেন ফুটবল এবং ব্যাডমিন্টন আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দল রেজিস্ট্রেশন করা হবে !
ক্রীড়া উৎসবের ভেন্যু গত বছরের সমান স্থান: small heath leisure center,muntaz street,smallheath,B10 9rx
যে কোনো ধরণের তথ্য ও যোগাযোগের জন্য 07985256395 নাম্বারে ফোন কিংবা টেক্সট করতে পারবেন ৷
ACB#17