জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবে লন্ডনে সম্বর্ধনা সভায় বক্তারা

ব্রিট বাংলা ডেস্ক:জাতীয় পার্টির প্রধান লক্ষ্য প্রশাসনিক বিকেন্দ্রীকরনের মাধ্যমে সর্বস্থরের মানুষের সার্বিক উন্নয়ন  সাধন করা।

আমলাতন্ত্রের থাবা থেকে প্রশাসনিক বিকেন্দ্রীকরনের মাধ্যমে সর্বস্থরে জনপ্রতিনিধিদের প্রতিনিধিত্ব প্রতিষ্টা করা। যুক্তরাজ্য জাতীয়পার্টি আয়োজিত সম্বর্ধনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন নতুন বাংলাদেশ গড়ার কারিগর সফল রাষ্ট্রপতি হোসেন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে দেশে উনśয়নের জোয়ার সৃষ্টি হয়।

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে জাতীয় পার্টি দেশে উপজেলা পদ্ধতি প্রবর্তন করে।

প্রাদেশিক সরকার পদ্ধতি গঠন করার লক্ষ্য নিয়ে পল্লীবন্ধু হোসেন মুহম্মদ এরশাদ কাজ করছেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করবে।

যুক্তরাজ্য জাতীয় পার্টির আহবায়ক কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারারর্স এসোসিয়েশনের (বিবিসিএ‘র) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাঁর সম্মানে ইউকে জাতীয় পার্টি এক সম্বর্ধনা সভার আয়োজন করে।

গেল ১১ ফেব্রুয়ারী বিকেলে ইষ্ট লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে ইউকে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট এবাদ হোসেনের সভাপতিত্বে এবং ইউকে জাতীয় পার্টির সদস্য সচীব সাহেদ আহমদের সঞ্চালনায় সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্টির ইউরোপীয়ান কোঅর্ডিনেটর মুহম্মদ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় পর্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা জাতীয় পর্টির জয়েন্ট কনভেনার মুহম্মদ সাইফ উদ্দিন খালেদ।

সম্বর্ধনার সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী শামসুল হক। অতিথিদের ফুল দিয়ে বরন করেন মজির উদ্দিন,জবরুল ইসলাম লনি, তানভির হোসের ও সাইফ রহমান।

সম্বর্ধনার জবাবে কাউন্সিলার শামসুল ইসলাম সেলিম চলার পথে সকলের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন। সম্বর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইউকে জাপার আহবায়ক নাসির উদ্দিন হেলাল, যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মুহম্মদ আব্দুল হাই, মাসুক আহমদ যুগ্ম সদস্য সচীব ইউকে জাতীয় পার্টি, সিরাজ উদ্দিন খান সাবেক সভাপতি লুটন জাতীয় পার্টি, সায়েফ রহমান যুগ্ম সদস্য সচীব,কামাল আহমদ চৌধুরী সেক্রেটারী লুটন জাতীয় পার্টি, জবরুল ইসলাম লনি,সৈয়দ জহুরুল হক,ফয়েজুল ইসলাম প্রমুখ।

Advertisement