গত ২১ নভেম্বর রোজ বুধবার রাত ৮ঘটিকার সময় পর্তুগালের লিসবন মাতরিম মনিজ ফুড গার্ডেন সর্ব ইউরোপীয় স্বজন ফাউন্ডেশন পর্তুগালের উদ্দ্যােগে রেস্টুরেন্টে স্বজন সমাবেশ ও বিশ্ব “স্বজন “ফাউন্ডেশন প্রতিষ্টায় বিশেষ অবদানের জন্য সিলেট ল,কলেজ ছাত্র সংসদের সাবেক এ জি এস ফজরুল হক এনামের সংবর্ধনা অনুষ্টিত হয়।
পর্তুগাল স্বজন ফাউন্ডেশনের প্রিয় স্বজন জহির হোসাইন এর সভাপতিত্বে সর্ব ইউরোপীয় স্বজন ফাউন্ডেশন এর প্রিয় মুখ মাষ্টার নাসির উদ্দিন ও এনামুর রহমান যৌথভাবে সভা পরিচালনা করেন।
সভায় পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন, সু প্রিয় “স্বজন” এনামুর রহমান, অতিথি কে ফুল দিয়ে বরণ করেন,মিজানুর রহমান,তানহাজুল ইসলাম,হাবিব রহমান,হেলাল হোসাইন,,এমাদ উদ্দিন ,ফয়সল খান,ছামি,শহিদুল ইসলাম,জগত পাল,জনি।
সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন,সুমন আহমদ ,রহমান হাবিব,ইসলাম বক্স ,ছাতির আলম,সুমন,বেলাল আহমদ,সামছুদদীন,মাসুদ আহমদ,সামসুল ইসলাম ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন,সু প্রিয় স্বজন আহমেদ পাপলু,উক্ত সভায় অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ কমিউনিটির প্রবীন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব জনাব ওলিউর রহমান চৌধুরী,সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফজরুল হক এনাম অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক নেতা রানা তসলিম উদ্দিন ,রাজনৈতিক ও কমিউনিটি নেতা ফরহাদ মিয়া, বিশিষ্ট রাজনৈতিক বিদ ইউসুফ তালুকদার , স্পেন থেকে আগত স্বজন পরিবারের প্রিয় মুখ ডাক্তার জামাল উদ্দিন ,কমিউনিটি নেতা রায়হান আহমদ, হবিগনজ জেলা এসোসিয়েশন সভাপতি মুকিতুর রহমান চৌধুরী সেলিম,ফারুক আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বজন দেওয়ান তানভীর গাজী,এনামুল হক,শামীম আহমদ ,আব্দুল আজিজ রাজু,আব্দুল আলীম,আক্তার হোসাইন ,মঈন উদ্দিন মনি,আশরাফ উদ্দিন ,অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আরিফ আহমদ,আবদুল্লা ,রাসেল আহমদ,সুফায়েল,সদর উদ্দিন ,রানা মিয়া ,সাংবাদিক নাঈম হাসান পাবেল,খসরু মিয়া,সুমন আহমদ,হাবিব রহমান।
সভায় অতিথি বৃন্দ স্বজন ফাউন্ডেশন এর সফলতা কামনা করেন।
পরিশেষে মোনাজাত পরিচালনা করে কমিউনিটির মুরুব্বী ওলিউর রহমান চৌধুরী ।