১৬ই মে রোজ বৃহস্পতিবার যুক্তরাজ্যে বসবাসরত ব্রাক্ষণবাড়িয়া জেলাবাসীর সংগঠন ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটি ইউ কে আয়োজিত ইস্ট লন্ডনের ফরেস্ট গেইট পাম ট্রি ব্যানকুইটিং হলে এক জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুস্ঠিত হয়।
জনাব মারুফ আলমের পরিচালনায় বক্তব্য পর্বে, বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সভাপতি জনাব স্বপন রয়, উপদেষ্টা জনাব নসরুল্লাহ খান জুনায়েদ , সাবেক সভাপতি শফিকুল আলম সাধারণ সম্পাদক জনাব শেখ আলম রতন, সাংগঠনিক সম্পাদক জনাব শাহ মো: ইব্রাহিম মিয়া, উজ্জ্বল শাহ, আবু নোমান, জামিল ভূইয়া, মুর্শেদ রাজিব, কার্জন শরীফ,সাহাদত মুমিন, নুরুল আমিন সজল,মোশারফ হোসেন, শাকিল ভূইয়া, নাহিদুল ইসলাম, নজির আহমেদ, সহ নিউহ্যাম কাউন্সিলের ৩ জন কাউন্সিলর বৃন্দ, সভাপতি তার বক্তব্যে বলেন, রমযানের মহিমায় মহিমান্বিত হয়ে যুক্তরাজ্যে বসবাসরত ব্রাক্ষণবাড়িয়া জেলাবাসীর এই সংগঠনকে আরো শক্তিশালী করে একে অন্যের প্রয়োজনে মিলেমিশে কাজ করার আহ্ববান জানান।
অনুস্ঠানে উপস্হিত হয়ে অনুস্ঠানকে সফল করার জন্য সকল অতিথিদেরকে সংগঠনের পক্ষ্য থেকে ধন্যবাদ জানান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রায় ৩০০ এর বেশী অতিথিবৃন্দ, সকলেই আয়োজকদের নিরবিচ্ছিন্ন আয়োজন,পরিচ্ছন্নতা এবং পরিবেশ দেখে অভিভূত হন এবং প্রশংসা করেন, খাবারের গুনগত মানও ছিল অত্যন্ত চমৎকার খাবারের পৃষ্টপোষকতায় ছিলেন কার্জন শরীফ ও তার রেস্টুরেন্টের পরিচালকবৃন্দ, ব্রাক্ষণবাড়িয়া কমিউনিটি ইউ কে তার নিজস্ব ধারায়, সকলকে নিয়ে স্ব-মহিমায় এগিয়ে চলবে এটাই বিশ্বাস করেন আয়োজকরা ।