ব্রিটেনের নর্থাম্পটনে ছয় মাসে ৩ হাজার ৩৬ টি চুরি

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:স্বর্ণালংকার চুরি ব্রিটেনের বিভিন্ন এলাকায় একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।স্থানীয় পুলিশের পরিসংখ্যান অনুযায়ী গত জুলাই থেকে এ পর্যন্ত নর্থাম্পটনে ৩ হাজার ৩৬ টি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।

এর মধ্যে জুলাই ৪৭৫ টি,আগস্ট ৪৯৫টি,সেপ্টেম্বর ৫১৮টি,অক্টোবর ৪৯১,নভেম্বর ৫১৬ ও ডিসেম্বরে ৫৪১ টি   ঘটেছে।নর্থাম্পটনে সম্প্রতি চুরির ঘটনা বেড়েই চলেছে। চোর চক্রের সদস্যরা নানা কৌশল অবলম্বন করে বাসায় প্রবেশ করে সোনা সহ মুল্যবান জিনিষ পত্র নিযে চম্পট দেয়।তাই এ নিয়ে আতংক বিরাজ করছে বাংলাদেশী কমিউনিটিতে।

আবিংটন ভেইলের বাসিন্দা সেলিম আহমদ চুরির ঘটনা বিবরন দেন।

বলেন,আমার পরিবারের সবাই নানার বাড়ীতে বেড়াতে গিয়েছিলেন রাত ৮ টায়।

তখন আমিও ছিলাম কাজে,বাসায় কেউ ছিলেন না
এই ফাকে চুরি হয়ে যায়।

রাত ১০টায় পরিবারের সবাই এসে দেখেন দরজা খোলা, সব কিছু তছনছ করা।

আমি পুলিশকে ফোন করি,পুলিশ এসে সব কিছু দেখে যায়

সেলিম আরও বলেন,আমার বাসা থেকে সব সোনা ও নগদ পাউন্ড নিয়ে যায় চোর।

আমার ধারনা আমার বাসায় চুরি পূর্ব পরিকল্পিত।
চোরের ভয়ে বাংলাদেশী কমিউনিটির মানুষ বাসা একা রেখে কোথায় যাচ্ছেন না।
প্রবীন মুরব্বি মুশাহিদ মিয়া বললেন,আমরা খুব ভয়ে আছি।

তাই কেউ সোনা ও পাউন্ড ঘরে রেখে যাবেন না।
নর্থাম্পটন শায়ার পুলিশের হেড অফ ত্রুাইম ডেনিস মুড়ে বলেছেন,আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চোর চক্রের সদস্যদের কে আটক করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।

ইতিমধ্যে ৯ জন কে আটক করেছি।
ডেনিস মুড়ে আরও বলেছেন,বাসা বাড়ীতে কেউ সোনা রাখবেন না।

ব্যাংক অথবা অন্য কোন সেইফ জায়গায় রাখার জন্য আহবান জানিয়েছেন।
ডেনিস মুড়ে বলেন,বাসা বাড়ীতে সিসি টিভি,এলারাম ওসেইফ লাগানো প্রয়োজন। বাসায় যখন কেউ থাকে না তখন সংঘবদ্ধ চোররা এসব ঘটনা ঘটাচ্ছে।

ঘরের দরজা ভেঙ্গে ঢুকে আর কিছু না নিয়ে খুজে কেবল স্বর্ণালঙ্কার।

যাদের বাড়ীতে এসব ঘটনা ঘটছে তারা বলছেন,সারা ঘর তছনছ করে ঘরে রাখা সব স্বর্ণালঙ্কার নিয়ে যায়।সাথে নিয়ে নগদ পাউন্ড ও।

Advertisement