সিঙ্গাপুরে খুনের মামলায় বাংলাদেশির কারাদণ্ড

ব্রিট বাংলা ডেস্ক :: সিঙ্গাপুরে ‍দু’পক্ষের মধ্যে সংঘর্ষে এক বাংলাদেশি নিহতের ঘটনায় দাঙ্গা সংঘটনে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সোমবার দেয়া রায়ে তাকে ৬টি বেত্রাঘাত করারও আদেশ দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তির নাম রিপন হাসান শহিদুল্লাহ ভূইয়া(৩৬)। ইয়াহু নিউজ।

এ মামলায় এর আগে মিয়া মোহাম্মদ রাসেল নামে অপর এক বাংলাদেশিকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। অভিযুক্ত আরো সাত জনের বিচার চলছে।

জানা যায়, ২০১৬ সালে সিঙ্গাপুরের তুয়াসের একটি শ্রমিক নিবাসে দুই সিগারেট ব্যবসায়ী সিন্ডিকেটের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুন্সি আবদুর রহিম(৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়। বাংলাদেশি নাগরিকদের দ্বারা পরিচালিত উভয় গ্রুপ তুয়াস এলাকার অবৈধ সিগারেট ব্যবসা নিয়ন্ত্রণ করতো।

রায়ে বলা হয়, সংঘর্ষের সময় উভয় গ্রুপই অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। রিপনের গ্রুপ মুন্সির কাছে জানতে চায় পার্ক এলাকায় তাকে সিগারেট বিক্রির অনুমতি কে দিয়েছে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিপনের দলের কয়েকজন মুন্সিকে ছুরিকাঘাত করে। মুন্সি লুটিয়ে পড়ার পর পুলিশে ফোন দিলে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান তিনি।

Advertisement