চার দিনে দুই সেঞ্চুরিতে ইতিহাসের পাতায় রিজওয়ান

ব্রিট বাংলা ডেস্ক : ইতিহাসের পাতায় নিজের নামটা স্থায়ীভাবে লেখার মতোই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। চার দিনের ব্যবধানে ভিন্ন দুই ফরম্যাটে দুই সেঞ্চুরি। দুটিই ম্যাচ জেতানো। গত সোমবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে শতক। এরপর বৃহস্পতিবার টি-টোয়েন্টিতে তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। ওয়ানডেতে হাঁকানো দুটি শতকই ২০১৯ সালে। তিন সংস্করণে শতক হাঁকিয়ে ইতিহাসে মোহাম্মদ রিজওয়ান। ব্রেন্ডন ম্যাককুলামের পর দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সব সংস্করণেই রিজওয়ান পেলেন তিন অঙ্কের দেখা।
তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানো ১৫তম ক্রিকেটার রিজওয়ান।

আহমেদ শেহজাদের পর পাকিস্তানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে শতরান করার কৃতিত্ব দেখান রিজওয়ান। শেহজাদও তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন।

রিজওয়ানের ৬৪ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংসটি সাজানো ৭ ছক্কা ও ৬ বাউন্ডারিতে। টর্নেডো ইনিংস খেলার পথে একটি রেকর্ডের চূড়ায়ও উঠে গেছেন রিজওয়ান। ক্রিকেটের সবচেয়ে আধুনিক সংস্করণে এক ইনিংসে ৭ ছক্কা হাঁকানোর কৃতিত্ব দেখাতে পারেননি পাকিস্তানের আর কেউ। এর আগে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ মেরেছিলেন সমান ৬ ছক্কা।

টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ পাওয়া মাত্র পঞ্চম উইকেটরক্ষক-ব্যাটসম্যান রিজওয়ান। তার ও ম্যাককালামের পাশাপাশি এই নজির আছে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ, দক্ষিণ আফ্রিকার মরনে ভ্যান উইক ও সার্বিয়ার লেসলি ডানবারের।

Advertisement