নর্থাম্পটনেপ্রথম বারের মত মসজিদ অপেন ডে

এহসানুল ইসলাম চৌধুরী শামীম:ব্রিটেনের নর্থাম্পটনে আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে প্রথম বারের মত অনুষ্ঠিত হয় মসজিদ অপেন ডে।

এতে নর্থাম্পটন নর্থ আসনের এমপি মাইকেল এলিছ,সাবেক এমপি সালি কিবল ও ডেপুটি মেয়র টনি আনছেন সহ বিপুল সংখ্যক নন মুসলিমদের পদচারনায় মুখরিত ছিল আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ।

তারা ঘুরে ঘুরে মসজিদ দেখেছেন ও জেনেছেন মসজিদ ও মুসলমানদের ব্যাপারে নানা অজানা কথা।
প্রথম বারের মত আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে অনুষ্ঠিত হয় শনি বার দিন ব্যাপী নন মুসলিমদের মসজিদ পরিদর্শনের ব্যবস্থা
গ্রপে গ্রপে ভাগ হয়ে নন মুসলিমরা মসজিদ দেখেছেন।
আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদ নর্থাম্পটন নন মুসলিম পরিদর্শনকারীদের জন্য রাখা হয় ইসলাম সম্পর্কে অভিজ্ঞ সেচ্ছাসেবকদের।

তারা নন মুসলিম নানা আগ্রহের বিশদ ব্যাখা দেন।
মসজিদের মোতয়াল্লি মখন খান ও সেক্রেটারি গিয়াস উদ্দিন জানালেন তাদের পুরো আয়োজন সফল হয়েছে।প্রতি বছর মসজিদে নন অমুসলিমদের জন্য অপেন ডে করবেন।
মসজিদ পরিদর্শন শেষে নন মুসলিমরা যোগ দেন প্রশ্ন উত্তর পর্বে।

এ অনুষ্ঠান পরিচালনা করেন সলিসিটর জাবের মিয়া জেপি।ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন হাফিজ মাওলানা বশির উদ্দিন, মখন খান,গিয়াস উদ্দিন, আব্দুল আলী ও কাউন্সিলর এনামুল হক সহ আরও অনেকেই।
মুসলমানরা কেন টুপি পড়ে,মহিলারা কেন মাথায় হিজাব দেয় ও অযু পড়া হয় কেন সহ নানা প্রশ্নের উত্তর দেন মাওলানা শাহিনুর রহমান।


সব শেষে নন মুসলিমদের হাতে এক কপি করে কোরআন শরীফ ও ইসলামীক বিভিন্ন ধরনের বই উপহার দেন মসজিদ কতৃপক্ষ।

Advertisement