পহেলা জুলাই ব্রিকলেনের ওয়েভার্সফিল্ড পার্কে বসছে এবারের বৈশাখী মেলা : The 2018 Boishakhi Mela at Weavers Fields on July 1

ব্রিটবাংলা ডেস্ক : আগামী পহেলা জুলাই ইস্ট লন্ডনের ওয়েভার্স ফিল্ড পার্কে বসছে ইউকে ও ইউরোপে বাঙালিদের বৃহৎ বর্ষবরন উৎসব বৈশাখী মেলা। এবারও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মেলার আয়োজন করবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। তার আগে সকাল ১১টায় ব্রিকলেন থেকে বৈশাখী মেলার প্যারড শুরু হবে। কাউন্সিলের বরাত দিয়ে ইস্ট লন্ডন এডভার্টারাইজে প্রকাশিত এক সংবাদ থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য সাবেক মেয়র লুৎফুর রহমানের আমলে বৈশাখী মেলা ব্রিকলেন থেকে ভিক্টোরি পার্কে স্থানান্তর করা হয়েছিল। উদ্দেশ্য ছিল নটিংহিল কার্নিভালের মত বিশাল রূপ দেওয়ার।  কিন্তু মেলায় আগত ব্যবসায়ী ও সাধারণ মানুষের নানান অভিযোগ এবং ব্রিকলেন এলাকার ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে লেবার মেয়র জন বিগস ক্ষমতায় আসার পর ২০১৬ সালে বৈশাখী মেলা আবার ওয়েভার্স ফিল্ড পার্কে ফিরিয়ে আনেন। একই সঙ্গে কাউন্সিল নিজস্ব ব্যবস্থাপনায় মেলা আয়োজনের উদ্যোগ নেয়।

গত বছর মেলাতে প্রায় ৪০ হাজারের বেশি জনসমাগম হয়েছিল বলে জানিয়েছেন কাউন্সিলের লিড মেম্বার কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নু এমবিই।

অন্যান্য বছরের মত এবারো মেলায় বাংলা সঙ্গীত ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হবে। এবারের মেলা বিষয়ে আরো তথ্য কাউন্সিল থেকে ধীরে ধীরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

The 2018 Boishakhi Mela at Weavers Fields on July 1

The date has been set for the summer’s annual Boishakhi Mela festival in Bethnal Green for Bengali music and culture and keeping it firmly in its East End roots.

The seven-hour 2018 Mela is being staged at Weavers Fields on July 1, from 12pm to 7pm, Tower Hamlets Council’s arts and events office has announced.

The free family day begins with a street parade from Brick Lane at 11am leading to the festival at Weavers Fields for a seven-hour celebration starting at 12 noon.

It was switched to Weavers Fields in 2016 when the council severed the commercial ties of previous years when it was staged in a ticketed enclosure in Victoria Park to try and rival the Notting Hill Carnival.

Families had complained that the commercialised event was too expensive.

So it was brought under direct town hall management and turned back into a free community festival, as it had started out in the 1970s, rather than try to attract spectators from all over the country.

But it meant crowds lining the streets for the parade were a little thinner on the ground.

Even so, as Tower Hamlets cabinet member for culture Abdul Mukit pointed out: “Last year 40,000 people packed into Weavers Field for the day of entertainment and to experience Bengali culture at its best.”

The 2018 festival is promoting Bengali music, art and culture with age-old stories brought to life through music, song and dance.

An arts’ zone has creative activities from 1pm includes Bengali arts and crafts, workshops, storytelling and Bengali poetry and literature brought to life with talks and readings, while a ‘sports and wellbeing’ zone has workouts for the body and mind. Food and craft stalls are also planned.

Last year’s on-stage entertainment included Miles headline act with a fusion of musical styles, Bangladesh folk-singer Rinku, singers Himangshu Goswami, Laboni Barua and Gouri Choudhury and ‘Bollywood bonanza’ dance performances by Bolly Flex.

Detail’s of this year’s line-up is being revealed nearer the time.

Advertisement