বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৫৩ হাজার ছাড়ালো

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে সাত হাজার মানুষ। এর ফলে চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ছাড়াল সাড়ে ৩৯ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে ভারত নেমে গেছে দ্বিতীয় অবস্থানে।গত ২৪ ঘণ্টায় পৌনে চার লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে এই সংখ্যাটা ১৮ কোটি সাড়ে ২৫ লাখ ছাড়িয়েছেন। অন্য দিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯ লাখ ৫৩ হাজার।বুধবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাত হাজার ৬০৪ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দেড় হাজারের বেশি। নতুন করে মারা যাওয়াদের নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে।একই সময়ে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৭৭২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৬০ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ১২৪ জনে।করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত তিন কোটি ৪৫ লাখ ২৭ হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত এবং ছয় লাখ ১৯ হাজার ৯৮০ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯১৭ জন। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ১১৯ জনের।করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১৬ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি তিন লাখ ৬১ হাজার ৬৯৯ এবং মারা গেছেন তিন লাখ ৯৮ হাজার ৪৮৪ জন।এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৫৭ জন, রাশিয়ায় এক লাখ ৩৪ হাজার ৫৪৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ১২৬ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৫৪২ জন, তুরস্কে ৪৯ হাজার ৬৮৭ জন, স্পেনে ৮০ হাজার ৮২৯ জন, জার্মানিতে ৯১ হাজার ৪০০ জন মারা গেছেন।এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৭২ হাজার ৮৪৪ জন, রাশিয়ায় ৫৪ লাখ ৯৩ হাজার ৫৫৭ জন, যুক্তরাজ্যে ৪৭ লাখ ৭৫ হাজার ৩০১ জন, ইতালিতে ৪২ লাখ ৫৯ হাজার ১৩৩ জন, তুরস্কে ৫৪ লাখ ২০ হাজার ১৫৬ জন, স্পেনে ৩৭ লাখ ৯৯ হাজার ৭৩৩ জন, জার্মানিতে ৩৭ লাখ ৩৫ হাজার ৩৮২ জনের দেহে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে।

Advertisement