ব্রিটেনে বাংলাদেশ মিশনে আসছেন সাঈদা মোনা তাসনিম

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিটেনে বাংলাদেশ হাই কমিশনের নতুন হাই কমিশনার হিসাবে আসছেন সাঈদা মোনা তাসনিম। তিনি বর্তমান হাই কমিশনার নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন। তরুন ও সফল কূটনৈতিক সাঈদা মোনা তাসনিম বর্তমানে থাইল্যান্ডের বাংলাদেশ এম্বাসেডার হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইউনেস্কোর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধ হিসাবে বর্তমানে আছেন। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে নিয়ে আসা হচ্ছে সাঈদা মোনা তাসনিমকে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন নিয়ে ব্রিটবাংলায় প্রকাশিত অন্যান্য সংবাদ :

https://britbangla24.com/news/46221

https://britbangla24.com/news/45713

জানা গেছে সাঈদা মোনা তাসনিম ২০০৯ সাল পর্যন্ত ব্রিটেনে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে ব্যাংককে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। একজন  সাবেক কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কূটনৈতিক হিসাবে সাঈদা মোনার অনেক সফলতা রয়েছে। সাঈদা মোনা আসার খবরে বাংলাদেশী কমিউনিটির অনেকেই বলছেন, আগের বার যখন ব্রিটেনে ছিলেন তখন তিনি কমিউনিটির সাথে ঘনিষ্ট সম্পর্ক রেখে চলতেন।
উল্লেখ্য সম্প্রতি ব্রিটবাংলায় বর্তমান হাই কমিশনার নাজমুল কাওনাইনসহ দুইজন ফার্ষ্ট সেক্রেটারীর দায়িত্ব অবহেলা, আর্থিক লেনদেন, সেবা গ্রহীতাদের সাথে খারাপ ব্যবহার ইত্যাদি নিয়ে রিপোর্ট হওয়ার পর সরকারের উচ্চ মহল নড়ে চড়ে বসে। রিপোর্ট প্রকাশের দুই সপ্তাহের মধ্যেই অভিযুক্তদের ফিরিয়ে নেয়া হচ্ছে।

Advertisement