আগামী রোববার বাংলা টিভি‘র পিঠামেলা

ব্রিটবাংলা রিপোর্ট: আগামী ১৭ সেপ্টেম্বর, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা টিভি‘র ঐতিহ্যবাহি পিঠামেলা।পিঠামেলা অনুষ্ঠিত হবে ওয়েস্টহামের ইমপ্রেশন ইভেন্ট ভ্যানু‘তে।

এবারের পিঠামেলায় যথারীতি অংশগ্রহন করবেন বিপুল সংখ্যক পিঠা শিল্পী।

তারা উপস্থাপন করবেন বাংলার খাদ্য সংস্কৃতির অন্যতম উপাদেয় বিভিন্ন রকমের পিঠা।

অংশ গ্রহনকারী পিঠাশিল্পীদের মধ্য থেকে তিনজনকে নির্বাচনের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে।

আশা করা হচ্ছে প্রতি বছরের মত এবারও বিপুল সংখ্যক দর্শক ও দর্শনার্থীর ভীড় জমবে মেলাকে ঘিরে।

পুরো মেলাকে তিন পর্বে ভাগ করা হয়েছে।পিঠামেলা শুরু হবে সকাল এগারোটা থেকে। চলবে বিকাল ছয়‘টা পর্যন্ত।

দুপুর একটা থেকে শুরু হবে লন্ডনের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা।

এ পর্ব চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

সন্ধ্যা ছয় টা থেকে শুরু হবে মূল কনসার্ট।

এতে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কন্ঠশিল্পী তপন চৌধুরী ও রথীন্দ্রনাথ রায়।

এ পর্বে স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করবেন হাসি রাণী ও সাদিয়া তানি।

সঙ্গীতানুষ্ঠান শেষে পরিবেশ করা হবে ডিনার।

উল্লেখ্য ২০০৬ সাল থেকে বাংলা টিভি ব্রিটেন তথা ইউরোপে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য পিঠামেলার আয়োজন করে আসছে।

দীর্ঘদিনের এ আয়োজন এখন কমিউনিটির দাবিতে পরিনত হয়েছে।

বাংলা টিভি এ মেলা আয়োজনের মাধ্যমে পিঠাকে এরকটি শিল্পে রূপ দেয়ার জন্যও কাজ করে যাচ্ছে।

১৭ সেপ্টম্বরের পিঠামেলায় সকলকে অংশ গ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছে বাংলা টিভি কর্তৃপক্ষ।

Advertisement