অস্ট্রেলিয়ার রংধনু–কন্যা

ব্রিট বাংলা ডেস্ক :: স্ট্রেলিয়ায় তার পরিচিতি ‘রংধনু–কন্যা’ নামে। বিশ্বের সর্বকনিষ্ঠ পেশাদার শিল্পীর খেতাবও পেয়েছে। পুরো নাম অ্যালিটা আন্দ্রে। বয়স ১১ বছর। তবে হাঁটা শেখার আগেই ক্যানভাসে রং তুলির আঁচড় দিতে শেখে আন্দ্রে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী অ্যালিটার বয়স তখন সবে ২২ মাস। রং নিয়ে খেলতে খেলতেই ক্যানভাসে আঁকিবুঁকি করতে থাকে। সেসব আঁকিবুঁকি নিয়েই প্রদর্শনীর আয়োজন করেন অ্যালিটার অসি বাবা মাইকেল আন্দ্রে এবং রুশ মা নিক্কা কালানিকোভা। তাঁদের মেয়ের রং নিয়ে খেলা করার আলাদা আগ্রহকে নিছকই ছেলেমানুষি ভাবেননি অ্যালিটার মা-বাবা। মেলবোর্নের বিখ্যাত বিএসজি গ্যালারিতে একক চিত্রকর্ম প্রদর্শিত হয়। সেখানেই তার আঁকা রঙিন হৃদয়স্পর্শী ১০টি ছবির প্রতিটি ৩০০ ডলারের বেশি দামে বিক্রি হয়।

এরপর অ্যালিটা আর কখনো থামেনি। তার বিশাল ঘরের মেঝেতেই ক্যানভাস রেখে শুরু করে একের পর এক রং ফেলা আর তা বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। তাতে আবার যা ইচ্ছে তা–ই জুড়ে দেয় সে। কখনো নিজের খেলনাকেও লাগিয়ে দেয় চিত্রকর্মে। অ্যালিটা রঙিন চিত্র, সাউন্ড পেইন্টিং, ড্রয়িং, ভাস্কর্য, স্থাপনা ইত্যাদি নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি পছন্দ করে। তার সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্ম হলো বেহালার ওপর রং দিয়ে রঙিন নকশা করা। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে একক প্রদর্শনী হয়েছে।

Advertisement