একজন অসাম্প্রদায়িক বাতির

মোহাম্মদ আজিজ
====================

ভূমিষ্ঠ কান্নায় আগমন শিশু,কোলবয়স থেকে কৈশোর,তারপর তারণ্য থেকে যৌবন-প্রাপ্তবয়স
-সংসার জীবন ও নানা উত্থান-পতনের মধ্যে জীবন
নদীর জোয়ার-ভাটাতে সকল অনুকূল-প্রতিকূলতা
ডিঙ্গিয়ে পাওয়া বর্ণালি সমাজও রাজনৈতিকজীবন।
যিনি সন্তানের কাছে প্রানপ্রিয় পিতা, স্ত্রীর কাছে
মননের সম্রাট, ভাইবোন আত্মীয়স্বজনদের কাছে সিংহ পূরুষ, রাজনৈতিক সহকর্মীদের কাছে বিপ্লবী শক্তির প্রাচীর, সমাজ-সর্বস্হরের হৃদমনিকোটায়
একজন অসাম্প্রদায়িক সাহসি মানুষ।

তাঁরই কথা বলছি। তিনি আমার মাতৃক বড় ভাই, মোহাম্মদ
আব্দুল বাতির।

বিগত ৯ই মার্চ ২০১৮ইং শুক্রবার রাতে হৃদ রোগের চিকিৎসাবস্হায় সিলেটের ইবনে
ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি
ওয়াইন্নাইলাইহী রাযীউন)।

মৃত্যকালে তিনির বড় ছেলে মোহাম্মদ আব্দুল মুহিত রিপন(নিউ ইয়র্ক),মেঝ ছেলে আব্দুল্লাহ আল্ মাহমুদ(সুমন), বড় মেয়ে জান্নাত জাহান বুবলী(ইংলেন্ড) ছোট মেয়ে ফরহাত জাহান অলি(কানাডা), ছোট ছেলে আব্দুল্লাহ আল নাহিয়ান(চলমান মাষ্টার্স পরীক্ষার্থী), তৃতীয় ছেলে আব্দুল্লাহ আল মাসুদ জীলন(দেশে পরিবার পরিচালক), ছোট ভাই মোহাম্মদ আজিজ(লন্ডন), একমাত্র বোন লায়লা চৌধুরী(সিলেট),ইমিডিয়েট ছোট ভাই মোহাম্মদ আব্দুল গফ্ফার(কানাডা) তে সুখী জীবন যাপনে থাকাবস্হায় রেখে গেছেন।

১০ই মার্চ ২০১৮ইং শনিবার তিনির নামাজের যানাজ দিনে মৌলভী বাজার-২ সংসদীয় আসন তথা সাবেক কুলাউড়া উপজেলার সমূহ ইউনিয়ন গুলো থেকে অগনিত হাজার হাজার মুমিন-মুসলমান ও হিন্দু-খ্রীষ্টান-বৌদ্ধ নিজ বাড়ী ইটাহরি গ্রামে উপস্হিত হয়ে তাঁর বর্ণাঢ্য জীবনের জন্য বিদেহী আত্মার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনির পারিবারিক দানে প্রতিষ্ঠিত শাহী ইটাহরি ঈদগাহ ময়দানে জানাযা- নামাজ ও দোয়া শেষে সবুজ বৃক্ষময় ছায়াবেষ্টটিত চির শান্তিতে মাটির সঙ্গে মিশে থাকা পিতা মরহুম হাজী মোঃ আব্দুল জব্বার রেমান মিয়া সাহেবের কবরের পাশে চিরনিদ্রায় সমাধিস্হ করেন।

তিনিএকাধারে ইটাহরি সমাজ কল্যাণ ট্রাষ্টের সভাপতি,
ইটাহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,
এবং বাংলাদেশ আওয়ামীলীগ/পৃথিমপাশা ইউনিয়ন শাখার সভাপতি সহ অন্যান্য অনেক সামাজিক
সংগঠনের নিভৃতচারি আত্মপ্রকাশ বিমূখ একজন
সংগঠক ও অসাম্প্রদায়িক মানুষ।

রাজনীতিতে বঙ্গবন্ধু তিনির আদর্শ এবং বাংলাদেশ আওয়ামীলীগ তিনির রাজনৈতিক বিশ্বাষ ও কর্মনীতি। তিনির মৃত্যুর পর আমার পরিবার এই প্রথম জানল যে তিনি একজন নিবেদিত সমাজকর্মী মানুষ।

লেখকঃ মোহাম্মদ আজিজ সংস্কৃতি কর্মী

Advertisement