নখপালিশের চলতি ধারা

ব্রিট বাংলা ডেস্ক :: সোনালী’স এইচডি মেকআপ স্টুডিও ও স্যালনের স্বত্বাধিকারী সোনালী ফেরদৌসী মজুমদার জানালেন, হাল ফ্যাশনে ম্যাট নেইলপলিশের চল রয়েছে। খুব ঝকমকে নখের সাজের প্রচলন এখন নেই বললেই চলে, তাই পছন্দের তালিকায় আজকাল আর গ্লিটার থাকছে না। তবে নখে খানিকটা চকচকে ভাব এনে দিতে পারে শিমার নেইলপলিশ। এক একটি নখে আলাদা আলাদা রঙের ব্যবহার করতে পারেন। জেল নেলপলিশও ফ্যাশনের ধারায় উঠে এসেছে, তবে এর জন্য অতিবেগুনি রশ্মির সহায়তা নিতে হয়, যা সাধারণত বাড়িতে সম্ভব হয় না। ফরাসি ধারায় নখের ডগায় সাদা রং আর বাকি অংশে স্বচ্ছ নেইলপলিশের ব্যবহারও হচ্ছে। বাড়িতে বা সৌন্দর্যচর্চাকেন্দ্রে ফ্রেঞ্চ ম্যানিকিউর বা ফ্রেঞ্চ পেডিকিউর করা যেতে পারে।

বছরের যেকোনো সময়েই ফ্যাশনের ধারায় থাকে নেইলপলিশ। কাজের জায়গায় নেইলপলিশ ব্যবহার করতে চাইলে কাজের পরিবেশ ও ধরন খেয়াল রাখুন। ছুটির দিনে বা বন্ধুদের আড্ডায় আবার উজ্জ্বল রং বেছে নেওয়া যায় ইচ্ছেমতো। সবুজ, হলুদ বা কমলার মতো রং রয়েছে চলতি ফ্যাশনের ধারায়। ফ্রেঞ্চ নেইল স্টাইল যেমন বন্ধুদের আড্ডায় ভালো দেখায়, তেমনি অফিসের পরিবেশেও মানানসই—জানালেন সোনালী ফেরদৌসী মজুমদার।

নানা রং, নানা ব্র্যান্ড

লাল বা গোলাপির মতো উজ্জ্বল রং যেমন পছন্দ করছেন ক্রেতারা, তেমনি আবার একটু অন্য ধরনের রং, যেমন কালো নেইলপলিশও কিনছেন কেউ কেউ। জানা গেল আলমাস সুপার শপের বিক্রয় নির্বাহী মো. জুয়েল হোসেনের কাছ থেকে। রঙিন নেইলপলিশের পাশাপাশি স্বচ্ছ নেলপলিশও ভালো চলছে। এল এ কালারস, ইসাবেল, ল’রিয়াল, মেবিলিন, বডি শপ, গোল্ডেন রোজ, নিওর, মিস অ্যান্ড মিসেস, ফ্লোরমার, মার্ক জ্যাকবস, লা ফেমি, পার্ল ফ্যাশন, ইউশাইন, হুদাবিউটি, কাইলি, ব্লু হেভেন, হোয়াইট হাউস, বেভন, জোভি, অ্যারোমাসহ নানা ব্র্যান্ডের নেইলপলিশ রয়েছে বাজারে। পছন্দসই ব্র্যান্ডের নেইলপলিশ থেকে নিজের মনমতো রংটি বেছে নিতে পারেন।

ফ্লোরমারের ম্যাট ও ‘ফুল কালার’, এই দুই ধরনের নেইলপলিশই ক্রেতারা পছন্দ করছেন। ‘ফুল কালার’ নেইলপলিশে রয়েছে নানা রঙের সমাহার। সাধারণত পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে নেইলপলিশ কিনে থাকেন ক্রেতারা। কেউ কেউ রঙিন ম্যাট নেইলপলিশও বেছে নিচ্ছেন।

কিনতে চাইলে

প্রসাধনীর দোকানগুলোতে ১০০-৬৫০ টাকায় নেইলপলিশ পাওয়া যায়। বিখ্যাত ব্র্যান্ডের নেইলপলিশের দাম বেশি। কমবেশি ৩ হাজার টাকার মধ্যে পরিচিত ব্র্যান্ডের নেলপলিশ পাবেন। আজকাল অনলাইনেও প্রসাধন সামগ্রী কেনার চল রয়েছে। তবে যেখান থেকেই কিনুন, দেখে-শুনে গুণগত মানসম্পন্ন আসল পণ্য বেছে নিন।

Advertisement