‘ওরা খেলে সুখ পায়, আমি খেলিয়ে সুখ পাই’

ব্রিট বাংলা ডেস্ক :: পৃথিবী ফুটবলজ্বরে আক্রান্ত। চায়ের কাপ থেকে শুরু করে ফেসবুক—সবখানেই ফুটবল-আলোচনা। যা ছাড়া এই আয়োজন অসম্ভব, মাঠের মধ্যমণি সেই ফুটবলের অনুভূতি শুনতে গিয়েছিলেন রাজীব নন্দী

রস‍+আলো: বিশ্বকাপ মৌসুম, নিশ্চয়ই খুব চাঙা আছেন?

ফুটবল: সে আর বলতে! বেশ ভালো লাগছে।

র.আ.: আপনার কখন বেশি খারাপ লাগে?

ফুটবল: যখন আমার প্রয়োজনের অতিরিক্ত হাওয়া দেওয়া হয়। তখন মনে হয়, ওরা আমাকে ফুটবল না ভেবে মহাশূন্য ভাবতে শুরু করেছে।

র.আ.: ফুটবল ভাই, আপনি যে এত লাথি খান, সেই কষ্টটা কেমন?

ফুটবল: নাহ্, এটা তো কষ্ট না! আসলে ওরা খেলে সুখ পায়, আমি খেলিয়ে সুখ পাই।

র.আ.: কখনো মনে হয় না ফুটবল না হয়ে ক্রিকেট বল হলে ভালো হতো?

ফুটবল: মাথা খারাপ! শুকনো একটা কাঠ দিয়ে কেউ উপর্যুপরি প্রহার করতে থাকলে আপনার ভালো লাগবে?

র.আ.: কিন্তু আবার বলতে হচ্ছে, এখানে তো ওই লাথি খেয়েই বেঁচে থাকতে হচ্ছে আপনাকে।

ফুটবল: এখানে কেউ আমাকে লাথি মেরে সীমানার বাইরে বের করে দিতে চায় না—এটাই সুখ।

র.আ.: আপনার প্রিয় খেলোয়াড় কে?

ফুটবল: পৃথিবীর সব গোলকিপারই আমার প্রিয়। ওরা যখন বুকে জড়িয়ে ধরে, আমি সব কষ্ট ভুলে যাই। ওরা খুব ভালোবাসে আমাকে।

র.আ.: আপনার কাছে অষ্টম আশ্চর্য কী?

ফুটবল: আমার মতো নগণ্য একটা ফুটবলকে লাখ লাখ লোক টিকিট কেটে দেখতে আসে, এটাই বিশাল আশ্চর্যের বিষয়।

র.আ.: নিজেকে কখন খুব দামি মনে হয়?

ফুটবল: যখন দুই দলই আমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। আমি মনে মনে গাইতে থাকি, ‘বিধি, তুমি বলে দাও, আমি কার? দুটি দল একটি বলের দাবিদার…।’

র.আ.: ফুটবলভক্তদের উদ্দেশে আপনার কিছু বলার আছে?

ফুটবল: একটা কথাই বলব, মানুষের মন তো আর ফুটবল নয়। তাই খেলতে ইচ্ছে করলে ফুটবল খেলুন, মানুষের মন নিয়ে খেলবেন না, প্লিজ।

Advertisement